নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুবোঝাই একটি নছিমন উল্টে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা-বিশনন্দী সড়কের বগাদী-কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটেনিহত আব্দুল্লাহ ওই গ্রামের নুরু মিয়ার ছেলে। সে খাসের কান্দী গ্রামের গরু ব্যবসায়ী জয়নালের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয়রা জানান, রূপগঞ্জের ভুলতা থেকে একটি নম্বর ও অনুমোদনবিহীন নছিমন গরু নিয়ে খাসের কান্দী যাচ্ছিল। বগাদী- কল্যান্দীর মোড় ঘোরার সময় নছিমনটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি গরুও মারা যায়। ঘটনার পরই চালক পালিয়ে যান।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।