1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিক্ষককে মারধরের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার - নারায়ণগঞ্জ আপডেট
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিএনপির নামে জামায়াত ও এনসিপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বন্দরে হুমায়ূনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোপালঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পর ইউএনও গাড়িতে হামলা ও ভাঙচুর মদনপুর টু মদনগঞ্জ সড়কটি মরণ ফাঁদেপরিনত, ভুগান্তির শেষ কোথায়! বন্দরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কোনো অপরাধী যেন ছাড় না পায়, তাদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির উদ্যোগ নিয়েছে ইসরায়েল : প্রেসিডেন্ট মাসুদ ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামী নারায়ণগঞ্জ বন্দর থেকে র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে : রিজভী নিহত ২১ জন শহীদের নামে নির্মিত হলো প্রথম জুলাই স্মৃতিস্তম্ব ছাত্র-জনতা দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন : সৈয়দা রিজওয়ানা হাসান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিক্ষককে মারধরের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪০৬ Time View

শিক্ষককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের দপ্তরির মেয়ে ও স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আকিব। বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক করলেও আকিব কোনো পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে।

এরপর সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস আকিব ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনার মনোযোগ দেওয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন। এতে ক্ষিপ্ত হয়ে ১০ জুন দুপুরে শিক্ষক প্রদীপ বিশ্বাসের ওপর অতর্কিতভাবে আকিব ও তার সহযোগী একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব হামলা করে।

আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে প্রতিক্রিয়া দেখা দেয়।

পরবর্তীতে ইউএনও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষকরা শান্ত হন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওই সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার গণমাধ্যমকে বলেন, প্রদীপ বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শিক্ষক সমাজ বিস্মিত। এটা কাম্য ছিল না। এ ঘটনায় ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন।

ইউএনও ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, শিক্ষকরা সম্মানীয়। শিক্ষককে লাঞ্চিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের ঘটনা কোনো বিদ্যালয়ে যাতে না ঘটে সে ব্যাপারেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (দুপুর ২:৩০)
  • ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL