বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান এবং অন্যান্য ধর্মের যারা রয়েছি সকলে মিলে যে সম্প্রীতির বাংলাদেশ রয়েছি সেই সম্প্রীতির বাংলাদেশের একটা প্রমাণ হলো শারদীয় দুর্গাপূজা।
বাংলাদেশ পুলিশসহ সকল ধর্মের মানুষ আমরা নিশ্চিত করছি যাতে সবাই তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারে। অনেকের মনেই শংকা ছিল, আমরা সেই শংকাকে দূর করেছি।পূজা নিয়ে কোন ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা আমরা সহ্য করব না। আপনারা দেখেছেন ইতিপূর্বে ছোট ছোট গুটি কয়েকটি ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপেক্ষিতে আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত্রে নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া
সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আসামি গ্রেপ্তার থেকে মামলা অজু সকল ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও র্যাব, বিজেপি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীসহ সকল বাহিনী মোতায়েন রয়েছে যাতে করে কোন প্রকার বিশৃঙ্খলা হতে না পারে। আমাদের তাৎক্ষনিক ব্যবস্থার চ্যানেল আছে ৯৯৯, পুলিশ কন্ট্রোল রুম, রেঞ্জ পুলিশের কন্ট্রোল রুম থানা ও জেলা পর্যায়ে রয়েছে। আমাদের এন্টি এমসি তৎপর আছেন। আশা করছি কোথাও কিছু ঘটবে না। যদি কেউ অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে চায় তাদের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আপনারা জানেন ডিজিটাল মাধ্যম গুলোতে যেমন ভালো কিছু আছে তেমনি অনেকেই আবার সাইবারের মাধ্যমে বিভিন্ন ধরনের অপৎপরতা চালাচ্ছে। সাইবারের মাধ্যমে অপৎপরতা ও বিভিন্ন ঘটনাকে অতিরঞ্জিত করে চলছে। তার জন্য কিন্তু আমাদের সাবধানতা হওয়ার দরকার আছে। এব্যাপারে আমরা শক্ত অবস্থানে আছি। রিয়াল ওয়ার্ল্ড ও সাইবার ওয়ার্ল্ড যেখানেই ঘটনা ঘটছে, সব জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, র্যাব-১১’র সিইও তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সভাপতি প্রবীর সাহা, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির এর সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি, সাধারণ সম্পাদক প্রবাস সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।