ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে মো. বাহাদুর খান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেলে তল্লার আক্তার হোসেনের মালিকানাধীন নির্মাণধীন ভবনে এ ঘটনা ঘটে।নিহত বাহাদুর খান জামালপুরের মেলাহন্দ থানার হুটিয়ারকান্দার সৈয়দ হাজীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে তল্লা আজমেরীবাগ হক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, ছয়তলা ভবনের চতুর্থ তলায় কাজ চলছিলো। শনিবার বিকেলে কাজ করার সময় ভবনটির চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক বাহাদুর খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।