1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতায় দোয়া ও মিলাদ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে কানাডা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্রায় দুই দশকের জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু বন্দর কলাগাছিয়া মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ নতুন মৌসুমে ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে ১৫ শতাংশ শুল্ক চুক্তি সই ইইউ-যুক্তরাষ্ট্রের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে বৈঠক করেছে ৪২টি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের রাজ‌নৈ‌তিক দল ও প্রার্থীরা সহ‌যো‌গিতা কর‌লে নির্বাচন করা সম্ভব : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা ‎কাশিপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৪৩৯ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে রূপগঞ্জের কায়েতপাড়ার নাওড়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। তারা সবাই মোশারফ হোসেনের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কায়েতপাড়ায় রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের পূর্বশত্রুতা ছিল। বিভিন্ন আবাসন কোম্পানির পক্ষে জমি বেচাকেনার ব্যবসা নিয়ে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। রোববার রাতে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলামের অনুসারী নাওড়ার বাসিন্দা নাজমুল নামের এক যুবককে পিটিয়ে আহত করেন মোশারফের অনুসারীরা।এ ঘটনার জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মোশারফ হোসেনের ছেলে নীরব হোসেন বলেন, রফিক ও মিজানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের গুলিতে আমাদের আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।তবে মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। লোকমুখে শুনেছি, নাজমুল নামে গ্রামের একটা নিরীহ ছেলেকে গত রাতে মারধর করে টাকা-পয়সা রেখে দেয় মোশারফ ও তার লোকজন। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকালে গ্রামবাসীর ওপর আবারও মোশারফের লোকজন হামলা চালিয়েছে বলে শুনেছি। হামলায় গ্রামবাসীর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন সাংবাদিকদের বলেন, রোববার রাতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জেরে সকালেও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আটজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ১১:৩০)
  • ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ই সফর, ১৪৪৭ হিজরি
  • ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL