1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জের হকারদের আল্টিমেটাম, না মানলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি - নারায়ণগঞ্জ আপডেট
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
এবারও আইন অমান্য করে মুহুর্মুহু আতশবাজি-পটকায় নতুন বছর উদযাপন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত চৌধুরী সারাদেশ থেকে ঢাকার পথে ঢল নেমেছে ছাত্র-জনতার নানা মতপার্থক্য তৈরি হতে পারে,সেটা যেন দেশ ও দেশের মানুষের ক্ষতির কারণ না হয় : তারেক রহমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনেরমনোনয়নপত্র সংগ্রহ করেন মাসুদ রানা হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে কাউসারের মনোনয়নপত্র সংগ্রহ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বিল্লালের মনোনয়নপত্র সংগ্রহ ফটো সাংবাদিক সেলিমের কুলখানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তলসহ এক যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের হকারদের আল্টিমেটাম, না মানলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৩ Time View

নারায়ণগঞ্জের হকার নেতারা আগামী সোমবার পর্যন্ত আল্টিমেটাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর আগে যদি আলোচনা করে আমাদের দাবি দাওয়া মেনে নেয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ।

আর যদি সোমবারের মধ্যে তা মেনে না নেয়, তাহলে মঙ্গলবার থেকে আমাদের লাগাতার কর্মসূচি শুরু। আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও থাকবে। সকল হকাররা তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবেই । দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

তারা বলেন, সারাদেশে ফুটপাতে হকার আছে, তাহলে নারায়ণগঞ্জে ফুটপাতে কি সমস্যা! । নারায়ণগঞ্জে সবকিছু ঠিক চলছে। খালি সমস্যা হকারদের। আমরা কি মানুষ না। আমাদের জন্য কি আপনাদের মায়া হয় না। সামনে রমজান মাস।

আমাদের পরিবার পরিজন নিয়ে একটু বাঁচতে চাই। দয়া করে রমজানকে সামনে রেখে বিকাল পাঁচটা থেকে আমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে ফুটপাতে দোকানদারি করতে দিন।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি ) সকাল দশটায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে হকার উচ্ছেদের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্ৰাম পরিষদের অবস্থান কর্মসূচি পালনকালে হকার নেতারা এ হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে রাখেন।

হকার নেতারা বলেন, মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও এমপি শামীম ওসমান এবং সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি আমাদের আকুল আবেদন। দয়া করে আমাদেরকে পরিবার ও পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে দেন।

আপনারা নারায়ণগঞ্জের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করুন। তাদেরকে বন্ধ করতে পারেন না, পারেন শুধু হকার উচ্ছেদ করতে।

হকাররা নেতারা বলেন, এই সরকার গরীব বান্ধব সরকার। কাউকে উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসন করতে হয়। পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা চলবে না।

কিন্তু আমাদের নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা কোনো রকম পুনর্বাসন ছাড়াই আমাদেরকে হঠাৎ করে উচ্ছেদ করে দিয়েছে। এটা কোনো মানবতা হতে পারে না।

তাঁরা বলেন, দেশের বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ হলেও কোনো দোকান মালিক সমিতি রাস্তায় নামে। কিন্তু আমাদের উচ্ছেদ পর নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আমরা জানি আপনারা কাদের ইশারায় রাজপথে নেমেছে।

কারন আপনারা মার্কেটে ১৫০টাকার জিনিসপত্র ৩০০টাকা বিক্রি করেন। আপনারা মানুষের পকেট কাটার জন্য আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন।

নারায়ণগঞ্জের ৯০% মানুষ মার্কেট থেকে জিনিসপত্র কিনে না । তারা সবাই ফুটপাত থেকে জিনিসপত্র কিনে থাকেন। কারন তারা হকারদের ভালোবাসেন।

তাঁরা আরও বলেন, হকারদের কারনে নারায়ণগঞ্জ শহরে যানজট হয় না। যানজট হয় অটোরিকশা ও অবৈধ স্ট্যান্ডের কারনে। সেই গুলো উচ্ছেদ হলেও এখনও শহরে অবাধে চলছে অটোরিকশা। অবৈধ স্ট্যান্ডের এখনও বহাল রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্ৰাম পরিষদের আহ্বায়ক হকারনেতা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন, শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, আবদুল হাই শরীফ, ইকবাল হোসেন, এম এ শাহিন, মহানগর হকার্স লীগের সভাপতি আঃ রহিম মুন্সী, সাধারণ সম্পাদক মো. পলাশ, হকার নেতা মো. রানা, মো. শাহিন, নিলুফা বেগম প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে চাষাড়া শহীদ মিনার হকাররা শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের চাষাড়া থেকে শুরু করে দুই রেলগেইট হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৩:৫১)
  • ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১লা রজব, ১৪৪৬ হিজরি
  • ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL