নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় যৌথ বাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয়।
অবৈধভাবে চোরাই তেল বিক্রি করা চারটি দোকান থেকে মোট ১০৮০ লিটার ডিজেল ও ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। এসময় অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানাও করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের চার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে আমরা তিন ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে তেল বিক্রির অপরাধে চারটি দোকান থেকে ডিজেল ও অকটেন জব্দের পাশাপাশি দুজনকে জরিমানা করা হয়েছে।