নারায়ণগঞ্জ আপডেট ডেস্ক: রাজধানীর ঢাকাসহ পুরো বাংলাদেশের রাস্তায় কোথাও নেই ট্রাফিক পুলিশ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বিরাজ করছে পুলিশের মাঝে। তাই রৌদ্রে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াল ক্র্যাক প্লাটুন নামে সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ।
রবিবার ( ১১ আগস্ট) নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করেছে সংগঠনটি।
ক্র্যাক প্লাটুন নামে সামাজিক সংগঠনের কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকা শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন।
এসময় উপস্থিত ছিল আকাশ, তানভীর, সৈকত, আনোয়ার, সনেট, রনি, পারভেজ, বাদল ও মাহমুদুল।