নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে অবস্থিত জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ২৫ বছর পার করল ডা. হুমায়ূন কবির সরকার। ইউনানী ডাক্তার হিসেবে সে ৯ম গ্রেডের কর্মচারী হিসেবে ভিক্টোরিয়াতে যোগদান করে ১৯৯৯ সালের ২৮ জুন । উপরস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে ২৫ বছর একই জায়গায় কাটিয়েছে সে। অভিযোগ রয়েছে, সে হাসপাতালে গড়ে তুলেছে দালাল চক্রের সিন্ডিকেট। যার মাধ্যমে পরীক্ষা বাণিজ্য করে সাধারণ রোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ঔষধ বাণিজ্যের কারসাজির মধ্যেমেও হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ।
অনুসন্ধানে জানা যায়, ২৮ জুন ১৯৯৯ ইউনানী ৯ম গ্রেডের কর্মচারী হিসেবে যোগদানের পর থেকে সরকারি ইউনানী ঔষধসহ বিভিন্ন বরাদ্দ টাকা আত্মসাৎ করার গুঞ্জন রয়েছে । চিকিৎসা নিতে আসা সকল রোগীকে বিভিন্ন পরীক্ষার জন্য পাঠিয়ে দেয় নিজের পালিত দালালদের মাধ্যমে হাসপাতালের আশপাশের ডায়াগানস্টিক সেন্টারে । সে তার কিছু অনিবন্ধিত ইউনানী ঔষধও বিক্রি করে, যার কোন DAR নম্বর নেই, যা সম্পূর্ণ অবৈধ।
তার সহযোগী মালির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, গার্ডেনার (মালি) আব্দুর রশিদকে টিকিট কাউন্টারে বসিয়ে রোগীদের টিকিট কেটে তার কাছে পাঠান। আর এসব সহজসরল নিম্ন আয়ের দরিদ্র মানুষদের তার ইউনানী কোম্পানির ঔষুধ লিখে মাসে মোটা অংকের কমিশন হাতিয়ে নিয়ে অর্থ বাণিজ্য করে সে।
সরজমিনে দেখা গেছে, সে বিভিন্ন রোগীকে তার পছন্দ করা কোম্পানির একই ওষুধ লিখে দিচ্ছে। এভাবেই সে তার উপরস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে বাণিজ্য আর দুর্নীতিসহ নানা অনিয়ম করে কাটিয়েছে ২৫ টি বছর। আওয়ামী লীগ সরকার আমলে শামীম ওসমানের ভাগিনা পরিচয়ে দাপটের সঙ্গে এসব অনিয়ম দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলেছিল সে। আর এসব সবই করেছে গডফাদার শামীম ওসমানের নাম ভাঙিয়ে। আর বাস করে অভিজাত এলাকা রূপায়ন আবাসিক স্যাটেলাইট টাউনে।
এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সে তা অস্বীকার করে। একই পদে ২৫ বছর কিভাবে কাটিয়েছে, এর উত্তরে সে বলে, সরকার রাখলে আমি কী করবো?
তবে হাসপাতালের স্টাফদের মাধ্যমে জানা গেছে, সে উপরের কর্মকর্তাদের ম্যানেজ করে এখানে কাটিয়েছে ২৫টি বছর।
এ বিষয়ে জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমও ডাক্তার জহিরুল ইসলাম সময়েরচিন্তাকে বলে, আমি নতুন এসেছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, তবে বিষয়টি খতিয়ে দেখছি।
জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান বলেন,বিষয়টি আমার জানা ছিল না, আপনার মাধ্যমে জেনেছি। তবে বিষয়টি খতিয়ে দেখছি, কিভাবে একই পদে ২৫ বছর পার করল। চলবে।।।।।।