1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জে শহরের প্রধান সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
দেশের বিভাগীয় শহর গুলোতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ “এখন সময় দেশ মাতৃকার সেবা করার” ডা. মজিবুর রহমান বীরের এই রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় : খালেদা জিয়া ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের শহীদ এবং হতাহতদের প্রতি শ্রদ্ধা জানালেন : তারেক রহমান এমবাপের প্রত্যাবর্তনে উজ্জীবিত রিয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জের সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা বন্দরে জোড়া খুনের ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জে শহরের প্রধান সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২১১ Time View

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া সংলগ্ন ডন চেম্বার এলাকার প্রধান সড়ক বন্ধ করেই সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকেই রাত পর্যন্ত সড়কটি বন্ধ রাখা হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ। বেশি সমস্যায় পড়েন রোগীরা। সড়ক বন্ধ থাকায় হাসপাতালে যেতে তাদের ভোগান্তি হয়।

নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নবাব সলিমুল্লাহ সড়কের চাষাঢ়ামুখী সড়ক বন্ধ করে স্টেজ নির্মাণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের সামনে স্থাপন করা হয় মাইক।

রোগীদের সুবিধা-অসুবিধা উপেক্ষা করেই উচ্চ শব্দে বাজে সমাবেশের মাইক। একদিকে চলাচলে ভোগান্তি, অন্যদিকে বেসরকারি ক্লিনিকের সামনে শূয়র হলেও ভয়ে এর প্রতিবাদ করার সাহস করেনি কেউ।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। নেতাকর্মীদের অবস্থান এবং সড়ক আটকে রাখার কারণে যানবাহনের চাপ বাড়ে চাষাঢ়া থেকে খানপুরমুখী সড়কে। তৈরি হয় যানজট। ভোগান্তির শিকার হন পার্শ্ববর্তী খানপুর ৩০০ শয্যা হাসপাতালগামী রোগীসহ হাজারো যাত্রী। সেই সঙ্গে বেসরকারি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের আসা-যাওয়ার রাস্তা এক প্রকার বন্ধ হয়ে যায়।

মশিউর রহমান নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, এভাবে রাস্তা আটকে রেখে শামীম ওসমান প্রোগ্রাম করতেন। মানুষকে বোঝাতেন যে তিনি চাইলে রাস্তাঘাট আটকে সভা-সমাবেশ করতে পারেন। সপ্তাহের কর্মদিবসে এভাবে রাস্তা আটকে সভা-সমাবেশ খুবই ভোগান্তির কারণ।

এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা গণমাধ্যমকে বলেন, এখানে বিগত সময়েও অনেক সভা-সমাবেশ হয়েছে। রাস্তায় সভা-সমাবেশ নতুন কিছু না। আসলে শহরে তেমন কোনো মাঠ নেই। তাই রাস্তার ওপর সমাবেশের আয়োজন করতে হয়েছে। আমরা এখানে সভার বিষয়ে সিটি করপোরেশন ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছি।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, আমরা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েই এখানে সম্মেলনের আয়োজন করেছি।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, আমরা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েই এখানে সম্মেলনের আয়োজন করেছি।

তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, রাস্তার ওপর সভা-সমাবেশের কোনো অনুমতি আমরা দেই না। শহীদ মিনার বা মানুষের চলাফেরায় অসুবিধা হয় না এমন স্থানে সভা-সমাবেশের অনুমতি দিয়ে থাকি। স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (ভোর ৫:২৯)
  • ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL