নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে কালা চাঁন নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালা চাঁন নারায়ণগঞ্জের ফতুল্লার প্রতাবনগর এলাকার মুছা মিয়ার ছেলে। তিনি ২০০৬ সালের ফতুল্লা থানায় করা একটি হত্যা মামলার আসামি। তিনি ২০২২ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।
জেল সুপার মোকাম্মেল হোসেন গণমাধ্যম কে বলেন, দুপুরে হঠাৎ কালা চাঁনের বুক ব্যথা শুরু হলে তিনি আমাদেরকে জানান এবং তার পরিবারের কাছে ফোন দিতে বলেন। তখন কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলেছেন হার্টে সাডেন কার্ডিয়াক এ্যাটাক। লাশ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের পর রোববার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।