1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জ ছিনতাই সহজে নির্মূল হবে না, তবে খুব শিগগিরই কমেবে : এসপি প্রত্যুষ - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার সুফল জনগণের কাছে পৌঁছে দিব : সাখাওয়াত

নারায়ণগঞ্জ ছিনতাই সহজে নির্মূল হবে না, তবে খুব শিগগিরই কমেবে : এসপি প্রত্যুষ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২ Time View

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ছিনতাইরোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমত কাজ করছে কিনা তা তদারকি করছি। আমরা এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়তো এত সহজে নির্মূল হবে না তবে আশা করছি, খুব শিগগিরই তা কমে আসবে।

বুধবার (১৮ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেওভোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে মুত্যৃর ঘটনায় দায়েনকৃত হত্যা মামলার প্রধান আসামি ছিনতাইকারী অনিকের গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনিককে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও নিহত সীমান্তর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার অনিক সদর থানার গুপচর সুকুমপট্টি এলাকার নয়ন ওরফে মো. মরু সাহার ছেলে। নিহত সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। 

এ সময় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার অনিকের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছেন। আমরা প্রাথমিকভাবে তিন জনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমেরিকান বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত। 

তার আগে গত ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় শহরের দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলম বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ২:২৯)
  • ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL