পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা নগরীর নাসিক ১৭নং ওয়ার্ডের ভূইয়াপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ কার্যনির্বাহী পরিষদ -২০২৪-২৫ রেজি নং- না:গঞ্জ ৭৯/সদর এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ এর সাধারন সম্পাদক রায়হান আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদরে (ভারপ্রাপ্ত)স ভাপতি শাহিরিয়ার সাঈদ অন্তর। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্টাতা রাগিব হাসান ভূইয়া।এঝাড়াও অর্থায়নে ছিলেন, নারায়ণগঞ্জ জাগ্রত যুক সংসদ এর সকল সদস্য ও বায়লাদেশের জনগন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সহ-সভাপতি ইরফান আহমেদ সাগর যুগ্ম সাধারণ সম্পাদক সানি, আমান, অর্থ সম্পাদক নাহিদ হোসেন, আফ্রিদি, পিয়াস, সাদমান রহমান,সাবেক সভাপতি ইরফান উদ্দিন ভূঁইয়া সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ভূইয়া তুষার, সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের (ভারপ্রাপ্ত)সভাপতি শাহিরিয়ার সাঈদ অন্তর এ সময় বলেন, এই সংগঠনটি সম্পূর্ন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।প্রতিবছর আমরা এ আয়োজনটি করে থাকি এবং সামনে যেন আরো ব্যাপকভাবে করতে পারি সে জন্য সকলের ভালোবাসা এবং দোয়া চাই যেন আগামী দিন গুলোতে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা রাজীব হাসান ভূঁইয়া এ সময় বলেন, স্বাগত যুব সংসদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনটি সবাই নিয়োজিত থাকে মানুষের ঈদ সামগ্রী ও সেলাই মেশিন এর আয়োজন করেছে এই সংগঠনের সদস্যরা করে থাকে।
অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকায় ৬শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও তিনটি অসহায় মহিলাকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।