বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে যৌথ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুর ১.৩০ টায় শহরের বিবি রোডে অবস্থিত আলী আহম্মদ চুনকা মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলার ছাত্রলীগের সাাবেক সিনিয়ার সহ সভাপতি মাারুফুল ইসলাম মহসিন বলেন , নারায়ণগঞ্জ মহানগরে যারা ধীরে ধীরে বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছে
আমি তাদের শুভেচ্ছা জানাই। আমি মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কেন্দ্র আমাকে যে ১০ থেকে ১৮ নং ওয়ার্ড পর্যন্ত যে প্রস্তুতি সভা করার যে দায়িত্ব প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে যখনই আন্দোলন সংগ্রাম শুরু হোক , বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে খাকা আওয়াসীলীগ স্বেচ্ছাসেবক লীগের যে সংগঠন রয়েছে, আমি চেলেঞ্জ করে বলবো নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ গুরুত্বপূর্ণ হবে। আমি আমার মন থেকে নেতা কর্মীদের আপ্রার্ন চেষ্টা করবো এই সম্মেলন যেন সফল ও স্বার্থক হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবলীগ মহানগর প্রস্তুতি কমিটির আহবায়ক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম কিবরিয়া খোকন,সদস্য সচিব সাইফুল ইসলাম দুলাল প্রধান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: জুয়েল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী মোঃ শহদিুল্লাহ, যুগ্ম সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, মেহেদী হোসেন,জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এডভোকেট মো: ইকবাল হোসেন, জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ আ.লীগ স্বেচ্ছাসেবকলীগ ফাতেমা ইসলাম কাজী রাহাসহ অন্যান্যরা।