নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষ পুষ্প অর্পন করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীতে বিশাল বিজয় র্যালি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মামুন মাহমুদের নেতৃত্বে বিজয় র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। র্যালিটি শহরের মূল সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া বিজয় স্তম্বে এসে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল থেকে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলসহ জাতীয় পতাকা হাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।