শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জাকির খানের নির্দেশে ২২ তারিখের সমাবেশে যোগ দিতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ’র নেতৃত্বে লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) শহরের দেওভোগ আখড়ার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এর পর শহরের ২নং রেলগেইট হয়ে নয়ামাটি দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কম্লেক্স এ এসে শেষ। এসময় বিভিন্ন দোকান, মার্কেট, কর্মজীবী মানুষ সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়। এবং সকলকে ২২ জুলাই বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জ থেকে জাকির খানের পক্ষে যোগ দেওয়ার আহ্বান যানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিংকন খান, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী রিশিক্স মন্ডল মিঠু, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম, সলিমুল্লাহ সেলিম, এইচ এম হোসেন, জাকির হোসেন, সনেট, মাহমুদুল্লাহ, লিটন সরদার, শ্রমিকদল নেতা কাওছার আহমেদ, সুমন খান, রিয়ন খান, রুবেল, সোহাগ, আজিম সরকার ও আব্দুল্লাহ আল মামুন সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।