নারায়ণগঞ্জ মাসদাইর মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণ।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৬টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের মাসদাইর নিউ বাধন কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত তরুনের নাম সাগর পাল (২২)। সে মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকার তপন পালের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারওয়ার জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছি। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।
তিনি আরও জানান, প্রাথমিক ভাবে খোজঁ নিয়ে জানতে পেরেছি, বাবা-মায়ের কাছে বাইক কেনার জন্য আবদার করে। কিন্তু বাবা মা কিনে দেয়নি। তাই তাদের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় নিহত তরুণের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।