স্টাফ রিপোর্টার অবৈধ অটোরিকশার ও মিশুক সংখ্যা অনেক বেড়েছে। এগুলো সড়কে যত্রতত্র দাঁড় করিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ।এই যানজট গুলো দেখার কেউ নেই।শহরে এইভাবেই বাড়ছে অটো মিশুকের সংখ্যা। (১৪ই অক্টোবর সোমবার)
একজন অটোরিকশাচালক। প্রতিদিন জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তিনি জানালেন, ‘প্রতিদিন রাতে ব্যাটারি চার্জ দিই, দিনে অটোরিকশা চালাই। সারা রাত চার্জ দিয়ে সারা দিন অটোরিকশা চালানো যায়। কোনো সমস্যা হয় না। কিন্তু যানজটের কারণে হাঁপিয়ে উঠেছি। ৫ মিনিট চালালে ২০ মিনিটই জ্যামে (যানজটে) আটকে থাকতে হয়। দুপুরের পরই ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়।’ গত সোমবার শহরে ৩ জন অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে যানজটের এই ভয়াবহ অবস্থার কথা জানা গেছে। শহরের কয়েকজন বাসিন্দা ও অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এগুলো হচ্ছে অতিরিক্তসংখ্যক অটোরিকশা চলাচল, যততত্র অটোরিকশা রেখে যাত্রী ওঠানো–নামানো এবং বিশৃঙ্খলভাবে অটোরিকশা চলাচল। এসব কারণে জেলা শহরের ব্যস্ততম দুই নম্বর গেট ও চাষাড়া মোর খানপুর রোডে সব সময় যানজট লেগেই থাকে। যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছে কয়েক লাখ মানুষ।