নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু । এছাড়াও প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ( ১৩, ১৪, ১৫) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের মাসিক সভা শেষে ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ জন কাউন্সিলররা ভোটার দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছিলেন ৯২ হাজার ১৬৬ ভোট পান। নির্বাচনের ১০ মাস পর প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হলো।