1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২০৯ Time View

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তর পাড়ায় জমি বিক্রিকে কেন্দ্র করে বিশ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের ঘটনায় চিহ্নিত ভূমিদস্যু মো. রোকশত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. রোকশত আলী সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি উত্তর পাড়া এলাকার মৃত আতব অলীর ছেলে। সোমবার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এরআগে মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি উত্তর পাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৪২), মো. আলতার হোসেন উরফে আন্ডার হোসেন (৫৭), মো. রোকশত আলী (৫৫), সৌরভ (২৮)। মামলার সূত্রধরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রবিবার দিবাগত রাতে মো. রোকশত আলীকে গ্রেপ্তার করেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. রোকশত আলী বাদি মমতাজ বেগমের ভাই। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৩.১৪ শতাংশ জমি তারা তিন বোন গত বছরের ১৪ ডিসেম্বর সাব কওলা মূলে বিক্রির করা জন্য রেজিষ্ট্রি বায়না দলিল করেন। বায়না দলিল করার পর থেকে অভিযুক্তরা চাঁদা দাবি করে আসছে। একপর্যায়ে তাদের কোন টাকা দিবেনা বললে তারা জমি বিক্রি করতে দিবে না বলে হুমকি প্রদান করে।

এরপর গত ১৯ মার্চ সকাল ১১টার দিকে বায়না মূলে ক্রয়কৃত মালিকদের উক্ত জমি সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি উত্তরপাড়া মার্কিনস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলীর বাড়ীর পাশে সরেজমিনে বুঝিয়ে দেওয়ার জন্য উপস্থিত হলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৪/৫ নিয়ে তিন বোনের উপর হামলা চালায় ও মারধর করে গুরুতর জখম করে।

একপর্যায়ে বাউন্ডারী ভেঙ্গে ফেলে ক্ষতি সাধন করে। এ সময় রোকশত আলী মমতাজের গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নেয়। এক পর্যায়ে আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে তাদের টাকা না দিলে যেখানেই পাইবে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে চলে যায়।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত রোকশত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ৪:১৯)
  • ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL