নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক নির্বাচিত হয়েছেন। তিনি ১৫৬৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে উপজেলা সহকারী রিটানিং অফিসার আহসান আহম্মেদ রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীক নিয়ে ৪৫০৭৫ ভোট পেয়েছেন। গোলাম দস্তগীর গাজী ১১১৪০৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রূপগঞ্জ-১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬১৫ ভোট। মোট ১২৮টি কেন্দ্রের ৮২৭টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয়।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে