জান দিয়েছে দেয়নি তবু বাংলা ভাষার মান নির্ভয়ে তাই গাইতে পারি বাংলা ভাষার গান। শ্রদ্ধা ও ভালবাসায় অটুট থাকুক আমার মায়ের ভাষা, বাংলা ভাষা। ১৯৫২ সালে যাদের আত্ন ত্যাগে এই ভাষা পেলাম, যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার জন্য ২১শে ফেব্রুয়ারী পুরা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় সেই সকল শহীদের প্রতি “নারায়নগঞ্জ – ৯৯ স্পোর্টস ক্লাব” এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।