নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হলো। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১জন চেয়ারম্যানসহ সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যপদে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের কার্যলয়ে ও জেলা প্রশাসনের কার্যলয়ে ওই মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
এ সময় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চন্দনশীল। এছাড়া সংরক্ষিত ১ আসনে ৩ জন, সংরক্ষিত ২ আসনে ৫জন, সাধারণ সদস্য ১ আসনে ৪জন, সাধারণ সদস্য ২ আসনে ৯জন, সাধারণ সদস্য ৩ আসনে ৪জন, সাধারণ সদস্য ৪ আসনে ১জন, সাধারণ সদস্য ৫ আসনে ১জন।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মনোনীত আস্থাভাজন বাবু চন্দনশীল। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠবন্ধু হিসেবে পরিচিত। পচাত্ত্বর সালে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে অন্যতম ভূমিকায় ছিলেন চন্দনশীল। আওয়ামী লীগের কর্মীসভায় ২০০১ সালে বোমা হামলায় দুই পা হারাতে হয়েছে এই ত্যাগী নেতার। পঙ্গুত্ব নিয়েও রাজনীতির মাঠে দলের প্রতি আনুগত্যশীল এমন ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃণমূল নেতাকর্মীরা বাহবা দিচ্ছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে, কোনরকম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমরা। চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা পরিষদের নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে। এছাড়া বাকি সংরক্ষিত আসন ও সাধারণ সদস্য আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা নির্বাচন অফিনে।
তিনি আরও জানান, এই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত ১ আসনে ৩ জন, সংরক্ষিত ২ আসনে ৫ জন, সাধারণ সদস্য ১ আসনে ৪ জন, সাধারণ সদস্য ২ আসনে ৯ জন, সাধারণ সদস্য ৩ আসনে ৪ জন, সাধারণ সদস্য ৪ আসনে ১জন, সাধারণ সদস্য ৫ আসনে ১ জন। সব মিলিয়ে মোট ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।