নারায়ণগঞ্জ আপডেট : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২২নং ওয়ার্ডে শহীদ কাজী কে সভাপতি নির্বাচিত করায় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ডের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাতে ২২নং ওয়ার্ডে বন্দর এলাকায় নবনির্বাচিত সভাপতির নিজ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমূখ কড়াই নেতাকর্মীরা।
এর আগে সোমবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১নং থেকে ২৭নং ওয়ার্ড ভিত্তিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে। একই সাথে এই অংশিক কমিটিকে আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিজমা দিতে বলা হয়েছে। অন্যথায়, ওয়ার্ড কমিটি বাতিল করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুভেচ্ছা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি শহীদ কাজী জানান, ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছি। আওয়ামীলীগকে অন্তর থেকে ভালোবাসি। আমি মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের ও সাধারণ সম্পাদক খোকন সাহা আমাকে ২২ নং ওয়ার্ড এর সভাপতি নির্বাচিত করায় আমার নেত্রী শেখ হাসিনা ও সিনিয়র নেতার্কমী সহ মহানগর আওয়ামীলীগের সভাপতির ও সাধারণ সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।