নিজস্ব প্রতিনিধিঃ শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নাসিক ২৩নং ওয়ার্ডের ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মন্ডপগুলোর খোঁজ-খবর নেন সাবেক কাউন্সিলর।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়ে সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। আপনাদের মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছে প্রশাসন এবং আমরাও সার্বক্ষনিক খোঁজ খবর রাখছি। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।
এসময় উপস্থিত ছিলেন, একরামপুর ইস্পাহানি বাজার শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহ মন্দিরের শ্রী বিশ্বজিৎ বর্মন, সহ সভাপতি সম্ভু বর্মন, সাধারণ সম্পাদক শ্রী সুবন সরকার, শ্রী সঞ্জিত বর্মন, শ্রী রতিশ বর্মন, শ্রী উত্তম বর্মন।