সাজু হোসেন: নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত দোয়া ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পুত্র আজমেরী ওসমান।
রবিবার ( ৩০ এপ্রিল ) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় মাসদাইর কবর স্থানের কবর জিয়ারত দোয়া ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দলের নেতাকর্মীদের নিয়েও শ্রদ্ধা জনানো হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের নাতি আলিফ ওসমান। জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম, আমির হোসেন, নাছির, মনির হোসেন সহ অন্যান্য নেতা কর্মীরা।
এছাড়াও দিনব্যাপী নারায়ণগঞ্জ ঝুরে প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে গরিব ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।