সাজু হোসেন: নারায়ণগঞ্জ-৫ আসনের ৪বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩০ এপ্রিল ) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন রেজার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় ।
এসময় দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করেন, নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান এবং পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান জয়া সহ নাতি আলিফ ওসমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম, আব্দুল কুদ্দুস, হাফেজ মোজ্জামেল, কাজল, নাজিম উদ্দীন, মোতাহার হোসেন, পলাশ, মামুন প্রধান, হানিফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।