সকাল থেকে না খেয়েই আওয়ামী লীগের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে সমাবেশে উপস্থিত থেকে নেতাকর্মীদের তিনি নিজেই একথা জানিয়েছেন।
দলীয় সূত্র বলছে, দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ও আগমনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সেইসঙ্গে সমাবেশস্থলের আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।
সমাবেশে উপস্থিত হয়ে শামীম ওসমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সমাবেশ শুরু হবে তিনটায়। আর আপনারা সকাল ১০টা থেকেই সমাবেশস্থলে চলে এসেছেন। জানি আপনারা খাননি, আপনাদের সঙ্গে আমিও সকাল থেকে কিছু খাইনি। আমরা সকলে মিলেই আজ কষ্ট করবো।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশের এলাকা। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই জনসমাবেশ নিয়ে বেশ উজ্জীবিত দলটির নেতাকর্মীরা।
সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা।