বন্দর প্রতিনিধিঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সত্যের পথে সংগ্রাম নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম।
সোমবার (২০ জানুয়ারী) সকাল ৭ টায় তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। মৃত্যুকালে তার ২ ছেলে এবং স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এ মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে অনুমানিক ২ টার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হটাৎ করে সকাল ৭ টায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এর আগেও একবার তিনি ব্রেন স্ট্রোক করেছে। এদিন দুপুরে নাসিক ২৩নং ওয়ার্ডের একরামপুর বড় জামে মসজিদে সাংবাদিক নজরুলের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে তাকে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।