1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নিতাইগঞ্জে ভবনে বিষ্ফোরণ-আগুন : নিহত ১, আহত ১০ - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

নিতাইগঞ্জে ভবনে বিষ্ফোরণ-আগুন : নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭৫ Time View

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণে ধসে পড়া ভবনে এর আগেও দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন সতর্কও করা হয়েছিল। কিন্তু ভবনের মালিক তা কর্ণপাত করেননি। শনিবার (১৮ মার্চ) তৃতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভবনটিতে।

সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় অবস্থিত ‘নাজমা ফ্লাওয়ার’ ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।
আহতরা হলেন মো. হোসাইন (৫০), হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও জগদীশ সরকার (৬৫)। তারা সবাই শ্রমিক। তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দোতলা ভবনটির নিচতলায় মুদিদোকান মেসার্স গোবিন্দ ভান্ডার। এর ম্যানেজার জয় বলেন, ‘এর আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন আমি আহত হয়েছিলাম। দোকানের ভেতরে গ্যাস জমা ছিল। দোকান খোলার সময় ধূপ জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটেছিল। এর আগে আরেকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন জগদীশ সাহা নামের একজন নিহত হন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলাম। ভবনের মালিক ইলিয়াস দেওয়ান সচরাচর আসেন না। বিস্ফোরণে ঘটনা জানানো হলে তিনি বলেছিলেন, ব্যবস্থা নেবেন।’

তবে ঘটনাস্থলে পাওয়া যায়নি ভবনের মালিক ইলিয়াস দেওয়ানকে। তার পক্ষে কর্মচারী সালাহউদ্দিন বলেন, ‘আমাদের কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। এটা একটা পুরাতন বিল্ডিং। আমরা সংস্কার করেই ব্যবসা পরিচালনা করে আসছিলাম।’

নিতাইগঞ্জের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল

এ বিষয়ে নারায়ণগঞ্জ পাইকারি-খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা জাগো নিউজকে বলেন, ‘এর আগে একই ভবনে দুবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণে একজন মারাও গিয়েছিল। তাদের বারবার বলার পরও সতর্ক হচ্ছিল না। আজ তৃতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর শামিন হাবিব বিন্নি। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখানে মালিকপক্ষের গাফিলতি রয়েছে। তাদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। কয়েকবার জরিমানাও করা হয়েছিল। কিন্তু তারা এতে কর্ণপাত করেননি। যে কারণে বারবার দুর্ঘটনা ঘটছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জাগো নিউজকে বলেন, ‘গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা এখনো লিকেজ দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, আগুনের ঘটনার পর ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরোনো ভবন। ভবনটির নিচতলায় চাল, ডাল, আটা, লবণসহ নিত্যপণ্যের গুদাম ছিল।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জাগো নিউজকে বলেন, যতটুকু জানতে পেরেছি, এর আগেও নাকি এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আপাতত ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৯:০১)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL