আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে সিলেটে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহ পরাণ (রাঃ)— এর মাজার শরিফ জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার (১৭ ডিসেম্বর) রাতে তিনি একমাত্র পুত্র অয়ন ওসমানকে নিয়ে দুই মাজার জিয়ারত করেন। এসময় তাদের সাথে নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামীম ওসমানের সফসরঙ্গী ও যুবলীগ নেতা আহম্মেদ কাউসার তথ্যটি নিশ্চিত করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) নৌকায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামার কথা রয়েছে শামীম ওসমানের। এর একদিন আগে তিনি হাজির হলেন সিলেটে।
গত ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শামীম ওসমান জানিয়েছিলেন, পিতা- মাতা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতৃবৃন্দের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সোমবার প্রচারণা শুরুর আগে নিজ পিতা-মাতা ও আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করবেন তিনি।
নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানসহ চূড়ান্ত প্রার্থী রয়েছেন আটজন। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
টানা দুইবার ও মোট তিনবারের সংসদ সদস্য শামীম ওসমানের বিপরীতে প্রার্থী হিসেবে রয়েছেন- তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, জাকের পার্টির জেলা সভাপতি মো. মুরাদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইসলামী ঐক্যজোটের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ রনি, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ও বাংলাদেশ জন দলের মহাসচিব সেলিম আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ হোসেন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান শহীদ উন-নবী।