নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীক বরাদ্দ পেয়েছেন আতাউর রহমান মুকুল। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও বন্দর উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। দুইবারের উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল গতবার নির্বাচনে অংশ না নিলেও এবার তিনি প্রার্থী হয়েছেন। চিংড়ি প্রতীক্ বরাদ্দ পেয়ে মুকুল বলেন,আমি ও আমার কর্মী-সমর্থকরা চিংড়ি প্রতীকে খুশি।
নির্বাচন কমিশনার যেভাবে নির্বাচনী প্রচারণার নির্দেশনা দিয়েছেন, শতভাগ সেভাবেই প্রচার-প্রচারণা করবো। সঠিকভাবে নির্বাচন যাতে হয় এটা জনগণের দাবি। জনগণ ভোট দিতে ভুলে গেছে। এ উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আমার বিশ্বাস জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন,নির্বাচন নিয়ে আমার উপর কোন চাপ নেই। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে ইনশাল্লাহ বিজয় নিশ্চিত প্রতীক বরাদ্দ পাওয়ার পর বন্দর উপজেলার নবীগঞ্জে বাবা-মায়ের কবর ও কদম রসুল দরগা জিয়ারত করেন। এরপর তিনি বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় প্রতীক নিয়ে গণসংযোগ করেন এ চেয়ারম্যান প্রার্থী।