নারায়ণগঞ্জ আপডেট: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পন করেছেন জেলা শ্রমিকলীগ নেতা মোঃ ফকির নূর হোসেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর চাষাড়ার বিজয়স্তম্ভে মুক্ত গার্মেন্টস ফেডারেশনের সভাপতি মোঃ রকমত উল্লাহ’র উদ্যাগে ও জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফকির নূর হোসেন এর নেতৃত্বে শহীদদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে ফকির নূর হোসেন বলেন, মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্রভৗমত্ব অর্জন হয়েছে তাদের প্রতি আমাদের রইলো অন্তরের অন্তস্থল থেকে বিনম্র শ্রদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাঙ্গালী জাতির ২৪ বছরের শোষণ-বঞ্চনার অবসান ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে।
বিজয়ের এই দিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেইসব জাতীয় বীরদের। যাদের অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের আজন্ম কাঙ্ক্ষিত এ স্বাধীনতা। এছাড়াও ফকির নূর হোসেন বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ একই সূত্রে গাঁথা দু’টি নাম। এই বাংলায় যদি বঙ্গবন্ধু’র জন্ম না হতো, তাহলে বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না। সমগ্র জাতিকে পরাধীনতার ঘানি টানতে হতো। অত্যাচারিত ও অবহেলীত হতে হতো।তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। তাই তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তার আদর্শ নিয়ে এগিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি। সেইসাথে প্রগতির পক্ষে সব লড়াইয়ে সামনের সারিতে থেকে নারায়ণগঞ্জে যে পরিবারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তার মধ্যে ওসমান পরিবার অন্যতম। আমি আপনাদের নিকট নারায়ণগঞ্জ-৫ আসনের চার চারবারের নির্বাচিত জনপ্রিয় প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করছি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের দানবীর খ্যাত সাংসদ একেএম সেলিম ওসমানের সুস্থতা কামনা করছি। এছাড়াও স্বাধীনতা বিরোধী ঐ রাজাকারদের হুশিয়ার করে বলতে চাই, আমার প্রিয় নেতা ও নারায়ণগঞ্জের সিংহপুরুষ একেএম শামীম ওসমানের নির্দেশে আমরা বিএনপি-জামায়াতের ঐ ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে রাজপথে আছি এবং আগামীতেও থাকবো এবং সকল অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এসময় শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা মোঃ অহিদুল ইসলাম, মোঃ তমিজ উদ্দিন ও আব্দুল বাতেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।