জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্রাজিল ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপ ফুটবল আসরের শুরু থেকে পছন্দের দল ব্রাজিলকে নিয়ে বিভিন্ন সময় নানা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তাই ভালো খেলেও কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ে মন খারাপ ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর। তবে কষ্ট পেলেও ব্রাজিলের প্রতিই আস্থা রয়েছে তার।
মিম বলেন, কষ্ট লাগতেই পারে, তবে ব্যাপার না। এক মাঘে তো আর শীত যায় না। শীত আবারও আসবে। নেইমাররা আবারও খেলবে এবং ট্রফি নেবে।
বংশগতভাবেই ব্রাজিলের প্রতি সমর্থনের কথা জানিয়ে মিম বলেন, আমার প্রিয় দল ব্রাজিল। মনে প্রাণে ব্রাজিল সমর্থন করি। এভাবে বলতে পারি, বংশগতভাবেই এই সমর্থনটা করি। আমার মা ব্রাজিলের সমর্থক। মার জন্যই আমি এই দলটিকে পছন্দ করি, ভালোবাসি এবং সমর্থনও করি। সারাজীবন করে যাব।
এর আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর কক্সবাজারে গিয়ে ব্যতিক্রমী একটি ছবি শেয়ার করে ব্রাজিল ভক্তদের উৎসাহ দেন বিদ্যা সিনহা মিম। ‘বিচ চেয়ারে’ বসে পেছনে ফিরে তাকিয়ে দুই হাতে ভিক্টরি সাইন দিয়ে ছবি তুলেন জনপ্রিয় এ নায়িকা।