1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নেইমারের ও এমবাপে দ্বন্দ্বের কারণ ছিলেন' মেসি - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জমুনা টিভিতে স্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে শামীম, সদস্য সচিব টিপুর প্রতিহিংসার শিকার : সুজন নেইমারের ও এমবাপে দ্বন্দ্বের কারণ ছিলেন’ মেসি যুক্তরাষ্ট্রে গোষ্ঠীশাসন গণতন্ত্রের বিপদের কারণ হয়ে উঠছে : বাইডেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন : মির্জা ফখরুল মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : তরিকুল ইসলাম লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগে চেয়ে সুস্থ রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত ২৪ জনে দাঁড়িয়েছে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ তারেক রহমানের নির্দেশে সদর থানা বিএনপি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেইমারের ও এমবাপে দ্বন্দ্বের কারণ ছিলেন’ মেসি

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৭ Time View

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালীন সময়ে নেইমার ও কিলিয়ান এমবাপের দ্বন্দ্ব নিয়ে কম শিরোনাম হয়নি। তবে এই দ্বন্দ্বটা লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে বলে জানান এই ব্রাজিলিয়ান। মূলত নেইমারের সঙ্গে মেসির ভালো সম্পর্কের কারণে ‘ঈর্ষান্বিত’ হয়ে পড়েছিলেন এমবাপে!

বৃহস্পতিবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর একটি পডকাস্টে কথা বলার সময় পিএসজিতে থাকাকালীন সময়ের অনেক বিষয় তুলে ধরেন নেইমার। ফরাসি ক্লাবতে তিন তারকার একসঙ্গে সফল হতে না পারার পেছনে মূল কারণ ইগোর সংঘাত ছিল বলে জানান ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

শুরুর দিকে এমবাপের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল জানিয়ে নেইমার বলেন, ‘তার সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছিল, আমরা একটু ঝগড়াও করেছি। তবে সেটা শুরুতে। যখন সে যোগ দেয়, তখন সে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সবসময় তাকে বলতাম, তার সঙ্গে মজা করতাম যে, সে একদিন সেরাদের একজন হবে। আমি সবসময় তাকে সাহায্য করতাম, তার সঙ্গে কথা বলতাম।’

সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে ডিনারও করতাম। আমরা কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, কিন্তু এরপর, মেসি আসার পর, আমি মনে করি সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চাইত না, এবং এরপর থেকেই ঝগড়া শুরু হয়, তার আচরণে পরিবর্তন আসে,’ বলেন নেইমার।

তবে ২০২১ সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপের আচরণ বদলে যায় বলে জানান এমবাপে। বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত একত্রে সফল সময় কাটানোর কারণে নেইমারের সঙ্গে মেসির সম্পর্ক আগেই তৈরি ছিল।

পিএসজিতে তিন সুপারস্টারের একত্রে সফল না হওয়ার পেছনে মূল কারণ দলীয় সমন্বয়ের অভাব ছিল জানিয়ে নেইমার বলেন, ‘তোমাকে বুঝতে হবে, তুমি একা খেলতে পারবে না। তোমাকে অন্যদেরও পাশে রাখতে হবে: ‘আমি সেরা, ঠিক আছে’, কিন্তু কে তোমাকে বল দেবে? তোমার পাশে ভালো খেলোয়াড় থাকতে হবে, যারা বল দিতে পারবে। এটা সবার ইগোর বিষয় ছিল…তাই এটা সফল হতে পারেনি। আজকের দিনে, কেউ যদি না দৌড়ায়, কেউ যদি একে অপরকে সাহায্য না করে, তাহলে জয় অসম্ভব।’

২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। ইনজুরিতে গত ১৬ মাসে মাত্র কয়েকটি ম্যাচ খেলতে পেরেছেন। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, তিনি ব্রাজিল বা মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার কথা ভাবছেন। যদিও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলার ক্ষেত্রে দ্বিধা বোধ করেছেন এই ব্রাজিলিয়ান।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (দুপুর ২:০৭)
  • ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL