পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গনিতের খণ্ডকালীন শিক্ষক মো. তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম (২৭)।