বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বিকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নির্দেশে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির নারায়ণগঞ্জ কার্যালয়ের সামনে বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরন সমাবেশে এসে যোগদেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, জনি দেওয়ান, জাহাঙ্গীর, আনোয়ার গাজী, সুমন দেওয়ান, কাইউম, কামাল, ওয়াসিম, জালাল, লিটন, আবির দেওয়ান, আসিফ, আল-আমিন, সানী, প্ররান মিয়া, সৈয়দ চৌধুরী, রাকিব ও আলী সহ অন্যান্য নেতৃবন্দরা।