এক শুভেচ্ছা বার্তায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র মাহে রমজান আমাদেরকে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
পবিত্র ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। প্রিয় জন্মভূমিতে থেকে দূর হউক, ফ্যাসিবাদ, দুঃশাসন। ফিরে আসুক গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। নিঃশর্ত মুক্তি হউক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সর্বোপরি দেশের মালিকানা ফিরে পাক এদেশের সাধারণ মানুষ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানাচ্ছি।