সাজু হোসেন:‘‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস-২০২৩।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকালে নগরীতে একটি বর্নট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মাসব্যাপি এবারের মেলায় স্টলের দোকান গুলোর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত ত্র্যাডভেঞ্জার ল্যান্ড পার্ক এ পর্যটন মেলা উপলক্ষে নানা ধরনের রাইড ৫০% ডিসকাউন্টে সহ আকর্ষনীয় প্যাকেজে সকলের জন্য উন্মক্ত থাকবে।
হোটেল, রিসোর্ট, পার্ক মালিক কতৃপক্ষের সহযোগিতায় ১৭টি দোকান বরাদ্ধ দেওয়া হয়েছে। মেলায় স্টলের দোকান গুলো হলো, রয়েল রিসোর্ট, চোরাঙ্গী পার্ক, ত্র্যাডভেঞ্জার ল্যান্ড পার্ক, বাংলার তাজমহল, রাজমনি পিরামিড, সায়রা গার্ডেন, ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, সুবর্ন গ্রাম রিসোর্ট, সুগন্ধা প্লাস, এসএইচ ক্যাষ্টেল এন্ড রিসোর্ট, কউসিন, আলোকিত নারী, রং মেলা , ফল উৎসব, ক্রাইন রঙ্গী, ফেন্টাসি পার্ক সহ প্রমূখ।
উদ্ধোধনী অনুষ্ঠানে ত্র্যাডভেঞ্জার ল্যান্ড পার্ক এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সহ আরও উপস্থিত ছিলেন,উপপরিচালক (স্থানীয় সরকার ) মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু,মনজুঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সাকিব-আল-রাব্বি সহ প্রমূখ।