নারায়ণগঞ্জ পাট প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন এর নেতা ও শ্রমিকদের চাকরী থেকে ছাটাই করার প্রতিবাদে মানববন্ধন করে শ্রমিকরা।
মঙ্গলবার (২৫জুলাই) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ পাট প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন ও মানববন্ধনের সভাপতি সেলিনা মাহামুদ মাসুমা বলেন, নারায়ণগঞ্জ পাট প্রতিষ্ঠান সমূহে সমিতির কতৃর্ত শ্রমিকদের কাজে বাধা ও শ্রমিক ছাটাই এর প্রতিবাদ করেন পাট শ্রমিকরা।১০/১২ দিনের আগে তাদের চাকরী যোগদানে বাধা প্রধান ও পরে চাকরী থেকে ছাটাই করেন। ছাটাইকৃতরা হলেন, পাট প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি , জাকির হোসেন ও মো: নুরুল হক, ইউনিয়নের সাধারন সম্পাদক বোরহান মিয়া, সহ সাধারন সম্পাদক মজিবর রহমান ,অর্থ সম্পাদক, রাশেদ।
এসময় নেতারা আরো বলেন আমরা বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক তার পরেও কিছু বিএনপির লোকেরা আমাদের কাজে বাধা প্রধান করছে। তার জন্য আমরা তাদের সঠিক বিচার চাই ও আমাদের যেসকল শ্রমিক ছাটাই করেছে তাদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করছি। আমাদের সারা বছরে কাজ হয় মাত্র তিনমাস তার পরে যদি এখন না করে দেয় তাহলে আমরা চলবো কি করে।
মানববন্ধনের উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ ও ফিরোজ কায়সার, জেলা শ্রমিকলীগে প্রচার সম্পাদক মো: বিপ্লব ,বিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মিথা প্রমুখ।