মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বন্দর থানা বিএনপি বন্দর বাজারের ইটালী বিল্ডিং মোড়ে বিএনপি নেতারা জড়ো হয়ে কালো পতাকা মিছিল শুরু করলে বন্দর থানা পুলিশের এস আই সাইফুলের নেতৃত্বে পুলিশ কালো পতাকা মিছিলে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বিএনপি নেতাকার্মীরা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। সেসময় বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নেতৃত্বে মিছিলে অংশ নেয় সলিমুল্লাহ বাবুল, নাসিরুল্লাহ টিপু, সেলিম, আশরাফ, মিঠু, সানোয়ার, ফয়সাল, রিপন, শিবু চন্দ্র দাস, হাজী জাবেদ, মনির হোসেন, ইকবাল, বাদল, সালাম, স্বজন, ইমরান, কাজল আহাম্মেদ কালুন, বাবু, রহমত উল্লাহ, সাহেব আলী, জয়নাল, শিবলু, আরিফসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এ সময় বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা বলেন, আমরা শান্তিপূর্ন ভাবে কালো পতাকা মিছিল করতে চাইলে সরকারের পেটোয়া বাহিনী পুলিশ আমাদের শান্তিপূর্ন মিছিলে বাধা দেয়। এ সরকার ড্যামি নির্বাচন করে জনগণের ইচ্ছাকে ধুলিস্যাৎ করেছে। এ সরকারের পতন অনিবার্য। কতদিন পুলিশ দিয়ে সরকার টিকে থাকবে। জনগণ মাঠে নেমেছে এ সরকারের পতন অবশ্যই হবে।