1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র পারফেক্ট না আমরাও পারফেক্ট এটা দাবি করি না : কাদের - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র পারফেক্ট না আমরাও পারফেক্ট এটা দাবি করি না : কাদের

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৬১ Time View

পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র পারফেক্ট না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরাও পারফেক্ট—এটা দাবি করি না। তবে গণতন্ত্রকে ম্যাচিউরিটি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানাবেন কি না এবং উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রী স্বজনদের অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন। আমরা দেখছি, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ ব্যাপারে আপনাদের অবস্থান কী—গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে কাদের বলেন, ‘সাংগঠনিকভাবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব চালিয়ে যাবেন। তাদের সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে।’তিনি বলেন, ‘আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত করেছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। অন্যান্য রাজনৈতিক দলও পাবে, আমরা যাদের দিয়ে থাকি।’উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ওটা (মনোনয়ন প্রত্যাহার) অনেকে করেছে, আবার কেউ কেউ যাচাই-বাছাইয়ের টেবিলে। আমরা দলীয়ভাবে আমাদের দলের দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় উদ্যোগ নিচ্ছে। তারা উদ্যোগে আছেন, সেটা আরও জোরদার করার কথা বলা হয়েছে।’সময় মতো ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘গত জাতীয় নির্বাচনে আমরা কতজনকে এমনিতেই বাদ দিয়েছি। ৭৩ জন সংসদ সদস্য দলের মনোনয়ন পাননি। এটা কি একরকম শাস্তি নয়? ২৫ জন মন্ত্রী এই মন্ত্রিসভায় নেই। সময় তো শাস্তি হবে। এটা একটা উদাহরণ। আমাদের অ্যাকশন এখনই হবে তা না, সময় মতো হবে।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে পঁচাত্তর থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রহসনের নির্বাচন, এক কোটি ২৩ লাভ ভুয়া ভোটার, হ্যাঁ-না ভোটে ১১৪ শতাংশ হ্যাঁ ভোট; এসব কিন্তু তাদেরই সৃষ্টি। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অধীনে ছিল কিন্তু ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিযুক্ত করেছেন। আলাদা তাদের প্রশাসনিক ক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা এবং জাতীয় সংসদে আইন করে স্বাধীন সত্তায় অধিষ্ঠিত করা হয়েছে। কে করেছে? ৮২টির মতো সংশোধনী আনা হয়েছে। এগুলো করেছেন কে? তাহলে প্রয়াসটা কার আছে? শেখ হাসিনাই এ কাজটা করেছেন।বিএনপি কী করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মাগুরা মার্কা নির্বাচন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচন, প্রহসন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার, জরুরি সরকার আসার আগে যে নির্বাচন হওয়ার কথা ছিল ২০০৬ সালে।’

‘বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনো দিনও ছিল না। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা এ দেশে করেছেন। এটা প্রতিষ্ঠিত সত্য,’ বলেন তিনি।আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘আমি এখনো বলছি, উই আর নট পারফেক্ট। পৃথিবীতে আপনি একটি দেশ দেখান, যে দেশে গণতন্ত্র পারফেক্ট। নির্বাচন পুরোপুরি পারফেক্ট। এটা কেউ দাবি করতে পারবে না। আমরাও পারফেক্ট—এটা দাবি করি না। তবে গণতন্ত্রকে ম্যাচিউরিটি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।’

এর আগে আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (ভোর ৫:৫৪)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL