পাইকপাড়া বড় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে প্যানেল মেয়র -১ নির্বাচিত হওয়ায় আব্দুল করীম বাবু সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ( ১৬ জানুয়ারী ) বিকালে পাইকপাড়া ছোট কবরস্থান সংলগ্ন পানির টাংকি মাঠে পাইকপাড়া বড় জামে মসজিদ কমিটির আয়োজনে নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -১ আব্দুল করীম বাবুকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পূর্বে প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু বলেন, মায়ের কথায় নির্বাচনে অংশগ্রহন করেছি। এ এলাকার মানুষগুলা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। এ এলাকায় পানি ব্যবস্থা করেছেন মহান আল্লাহ পাক, আমি শুধু উছিলা। মানুষের সেবার মধ্যেই আল্লাহকে পাওয়া যায়। মানুষ সেবাই পরম সেবা। বাকি জীবনটাও মানু্ষের সেবায় নিয়োজিত হতে চাই। আমি দিতে এসেছি, আপনারা নিতে না পারলে আপনাদের ব্যর্থতা। যখন ডাকবেন তখনই পাবেন। আমার দড়জা সব সময় খোলা, যেকোন সময় যেকোন পরিস্থিতিতে আমাকে পাবেন। আমার মৃত্যুর পরও আমার পরিবার আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, আমি যখন কাউন্সিলর ছিলাম, তখন বলেছিলাম আমার মেয়র যদি আমাকে না দেয় তাহলে আমার নিজস্ব অর্থায়নে করবো। প্যানেল মেয়র নির্বাচিত হবার পর মেয়র আমাকে আশ্বস্থ করেছেন অচিরেই ১০ কোটি টাকা বাজেট দিবে ১৭ নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড রুপান্তরিত করতে। এবার এলাকার উন্নয়ন হবে। রাস্তাঘাট থেকে ড্রেন। পুকুর সকল কিছুতেই উন্নয়নের ছোয়া পাবে।
তিনি মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ চলবে না। যদি মাদকের সঙ্গে আমার সন্তানও জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না। মাদক একটি পরিবারকে ধ্বংষ করে দেয়, সুতরাং মাদক থেকে দুরে থাকতে হবে।
পাইকপাড়া বড় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নিজাম উদ্দিন মৃধার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পাইকপাড়া বড় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মালেক ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক ফরিদ হাসান মিঠু সহ অত্র এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।