কোস্টারিকার বিপক্ষে গোল করতে না পারার হতাশায় ড্র নিয়ে কোপা আমেরিকা শুরু করেছিলো ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দরিভাল জুনিয়রর দল। দলের ভীষণ প্রয়োজনে সেরা ফুটবল উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়া গোলে ব্রাজিল পেয়েছে বড় জয়।
লাস ভেগাসে শনিবার বাংলাদেশ সময় সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের ভিনিসিয়ুসের দুই গোল ছাড়া বাকি দুটি করেন স্যাবিনহা ও লুকাস পাকেতা। এই জয়ে দ্বিতীয় রাউন্ড এখনো নিশ্চিত না হলেও অনেকটাই এগিয়ে গেল ব্রাজিল।