বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গোগনগরে আলোচনা সভা ও দুধ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর স্কুল মাঠে এ আলোচনা সভা ও দুধ বিতরন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দুধ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, তোমাদের মতো আমার নাতি আছে ও প্রদিদিন দুধ খায়। দুধ খেলে বুদ্ধি মাত্রা বৃদ্ধি পাবে তাহলে আর প্রতিদিন বই নিয়ে সারা দিন পড়া মুখস্থ করার জন্য বসে থাকতে হবে না। আমি চাই প্রতিটি স্কুলের পাশে একটি করে গরুর খামার হবে। তাহলে বাচ্চারা নিজেরা গিয়েই সরাসরি দেখতে পারবে কিভাবে গরু পালন করা হয় কখন গরুকে সুস্থ রাখার জন্য ইনজেকশন দিতে হয়। তাহলে সরাসরি দেখে শিখতে পারবে তোমরা। আমাকে যখন কেউ এমপ্নিা বলে আমাকে কৃষক গরুওলা বলা হয় তখন আমার অনেক সুখি লাগে। আমি চাই গোগনগর থেকে খামার তৈরির কাজ শুরু হবে। আমি আমার খমার থেকে একটি গাভি ও সাড় গরু দিব। তোমরা নিজেরা একটি থেকে শুরু করো দেখবে একটিদন অনেক গুলো গরুর মালিক হবে।
এসময় দুগ্ধ দিবসে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ভাষনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিত আল রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমির খসরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।