চেয়ারম্যান প্রার্থী বাবু চন্দনশীল মনোনয়নপত্র জমা নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত আস্থাভাজন চেয়ারম্যান প্রার্থী বাবু চন্দনশীল মনোনয়নপত্র জমা দিয়েছিন। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যলয়ে জেলা পরিষদের নির্বাচনের, রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে ওই মনোনয়নপত্র জমা চন্দনশীল। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল (ভিপি বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাফায়াত আলম সানি, বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগে সাবেত সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ নেতৃবৃন্দ।