প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী কে স্মরণীয় করে রাখতে বুড়িগঙ্গা নদীতে লাল সবুজের পতাকা ও নানা রঙের ছবিতে সাজিয়ে ৭৬টি নৌকা প্রদর্শনীর আয়োজন করা হয় এবং ৭৬ কিশোরীকে দেশের কল্যাণে শপথ পাঠ করিয়ে উদযাপন করা হয় শেখ হাসিনার জন্মদিন। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে “হাসুমনির পাঠশালার” আয়োজনে বুড়িগঙ্গা নদী সংলগ্ন জিনজির খেয়াঘাটে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন।
জাতির পিতা যদি বেঁচে থাকতেন তাহলে আরও আগেই এ দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতেন।আজকে বাংলাদেশ সমগ্র বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।