“যে কোন মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে হবে’ উল্লেখ করে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী বলেছেন, দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসছেন। এখানে তিনি তার সর্বশেষে নির্বচনী জনসভায় অংশ নিবেন। আমাদের উচিৎ যে কোন মূল্যে তার জনসভা সফল করা। তিনি যেভাবে দেশের উন্নয়ন করেছেন, সেক্ষেত্রে দলমত নির্বিশেষে তার জনসভায় অংশগ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনেকরি। তাই আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করে দেখিয়ে দেই এ নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, এ নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি।
বুধবার (০৩ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা থানা যুবলীগের অত্যান্ত প্রিয় নেতা আজমত আলী আরও বলেন, এ জনসভা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কিংবা জননেতা শামীম ওসমানের জনসভাই নয়, এই জনসভা আমাদের সম্মান রক্ষার জনসভা। কেননা, জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী শেষ জনসভা হিসেবে এ নারায়ণগঞ্জকে বেছে নিয়েছেন। তার এ নারায়ণগঞ্জ আসা মানে আমাদের সম্মান করা। এ নারায়ণগঞ্জবাসীর প্রতি তার ভালোবাসা আছে বলেই এখানে জনসভার মধ্যদিয়ে তার প্রচারণা শেষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। যেখানে বহুজেলার এমপি-মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে তাদের জেলার নেয়ার জন্য পাগল হয়ে আছে, সেখান প্রধানমন্ত্রী নিজেই এ জেলার আসবেন বলে জানিয়েছেন। এটা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়। তাই যার কারণে আমরা গর্বিত, যার কারণে আমরা সম্মানিত, সেই মানুষটার জনসভা মহা জনসমুদ্রে পরিনত হোক এটাই আমাদের কামনা।