ফতুল্লা সংবাদদাতা: বিএনপির নাশকতা প্রতিরোধে ফতুল্লার বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচী পালন করেছে ফতুল্লা থানা যুবলীগ। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই ফতুল্লার শিবুমার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা। এসময় যুবলীগ নেতাকর্মীরা বিএনপি বিরোধী নানা স্লোগান দেন।
এ বিষয়ে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি শান্তিপূর্ন সমাবেশের নামে সেদিন পল্টনে যে নাশকতা চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। সমাবেশের আগেই তারা পল্টন দখল করে পুলিশবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। আসলে তাদের উদ্দেশ্য ছিলো সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি লাশ ফেলা। পুলিশবাহিনীর দক্ষতার কারনে তাদের সেই অসৎ উদ্দেশ্য সেদিন ভেস্তে গিয়েছিলো। তবে আর যাতে তারা এ ধরনের নাশকাত ও নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমাদের প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান ভাই আমাদের কড়া নির্দেশ দিয়েছেন। আজ তার সেই নির্দেশ মোতবেকই ফতুল্লা বেশ কিছু স্থানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করছে।
তিনি বলেন, আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকুক। কিন্তু বিএনপি এদেশের মানুষের কোন শান্তিই চায় না। তারা চায় দু’চারটি লাশ ফেলে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। এদেশের মানুষ তা কোনদিনই হতে দিবেনা। বিএনপিকে অনেক বেশি সুযোগ দেয়া হয়েছে, আর না। এবার তাদের একেকটি নৈরাজ্যের কড়া জবাব দেয়া হবে। আঘাত আসলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে শামীম ওসমানের কর্মীরা।