ফতুল্লায় রাজু প্রধানের আস্তানা থেকে পুলিশ বিপুল পরিমাণ বোমা ও বহু সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে দেওভোগ বাঁশমুলি এলাকায় রাজু প্রধানের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ দেশীয় ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার পাইপ, শাবলসহ বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, দীর্ঘদিন যাবৎ রাজু প্রধান ও তার সহোযোগীরা দেওভোগ বাঁশমুলি এলাকার জৈনক আলী আকবরের বাড়ির একটি কক্ষ জবর-দখল করে সেটাকে নিজেদের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। সোমবার রাত ১১ টার দিকে রাজু প্রধান ও তার সহোযোগীদের দখলকৃত আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ২ শত বোমা ও দেশীয় তৈরি ছোট-বড় ১৫টি ধারালো অস্ত্র, হাতুড়ি, শাপল, লোহার পাইপ উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। তিনি আরো জানান, ভোলাইল, কাশিপুর ও দেওভোগ এলাকায় এরকম আরো জবর-দখলকৃত বেশ কয়েকটি আস্তানা রয়েছে রাজু প্রধান বাহনীর।